গুরু মহাশয়

Image
গুরু মহাশয় মোঃ আরিফ হোসেন            আকাশ বড় সাগর বড়  নদী বড় পাথার বড়; সবচেয়ে বড় তুমি, সেই তোমাকে ভালবাসি! তুমি যদি বড় না হতে আমি ছোট হয়ে যেতাম সেই কথা' স্মরণ কোরো, স্মরণ কোরো দিনরাত! তোমার বড়'র জন্যই যে এ জীবন তা কি তুমি বোঝনা?  তাহলে আরও বড় হচ্ছনা কেন?আজ থেকে আরও বড় হওয়ার চেষ্টা কর! তুমি বড় না হলে যে আমি ছোট হয়ে যাই সে কথা কি তুমি বোঝনা! কে কবে বড় হয়েছিল জানিনা তবে তুমি সবচে' বড় -এ আমার ভাল লাগে,  এ আমার গান! তুমি বড় থাকলে কি হয়? আমার আকাশে ফুল ফোটে, পাখি গান ধরে, উড়োজাহাজ" উড়ে বেড়ায় আকাশ জুড়ে! হে আমার বড় তুমি সারাক্ষণ বড় থেকো তানাহলে আমার কিছু ভাল লাগেনা- এ কথা মনে রেখো! বড় তুমি বড় থাকবে এটাইতো স্বাভাবিক,  তাহলে কাল কেন ছোট হতে গেলে?  তোমাকে দেখলাম ধানের গোলা একটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছ; ধানের গোলা কেউ হাতে নেয়! এখন থেকে বড় আছ, বড় থাকবে! বড় হতে গেলে কি কি লাগে?  ধান লাগে, পান লাগে, সবুজ খান লাগে; তোমার তো কোন কিছুর অভাব নাই,তাহলে বড় হতে সমস্যা কোথায়?  এখন থেকে বড় আছ আরও বড় হওয়ার চেষ্টা করবে!  বড় হতে গেলে আরও একটা জি...

ভালবাসার শপথ

 

ভালবাসার শপথ

মোঃ আরিফ হোসেন 

ফুল তোমার সাথে আড়ি


আকাশে তারা ছিল।এখন তারা নেই। সব তারা কোথায় যেন চলে গেছে। হে আমার তারা কোথায় গেলে? কোথাও যাইনি, এখানেই আছি।তাহলে তোমাদের দেখা যাচ্ছে না কেন? আমাদের মাথায় চুল।চুল থাকলে বুঝি দেখা যায়না? এ অনেক চুল, তুমি বুঝবেনা! তাহলে কিছু চুল চেঁছে ফেলি? না না চাঁছা যাবে না, এ চুল পড়ে গেলে গেলে আমরা মরে যাব!  তাহলে কিছু চুল ঝেড়ে ফেলি? না না ঝাড়াও যাবেনা।তাহলো তোমাদের চুল তোমাদের মাথায়ই থাক্।


এমনি করে সে ( কোন একজন) আসত এসে বলত কি চাই কি চাই? বলতাম চুল।তখন সে চুল দিতনা, আমি এ গল্প বলতাম।

আমার গল্প কি মিথ্যা?  আমার গল্প তো মিথ্যা হতে পারেনা!  কতজন তার প্রেমিকার সাথে এমন করল, আমি করিনি; আমার কি হবে? 

তোমরা কেউ যদি আমাকে ভাল না বাস আমি মরে যাব, মরে খাটের তলে জায়গা নেব তবু এখানে আসবনা।

হে আমার ভালবাসা তুমি কেন এমন হলে?

ভাল যদি বাসবে মন দিয়ে বাসবে, অথচ একদিনও ভালবাসলেনা, এখন আমার কি হবে? 

ভালবাসার নামে শপথ করে বলছি, তুমি আমায় ভালবাসনি...............!

Comments

  1. আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আল্লাহ তুমি আছ

প্রিয়তমা (৩)